সভাপতি মহোদয়ের বাণী
শিক্ষাই জাতীর মেরুদন্ড। শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত অন্ধকার। শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আধুনিক ও উন্নত করতে পারে।
এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরো যুগোপযোগী ও আধুনিক করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একটি আর্ন্তজাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি প্রয়াস মাত্র। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছত্র-ছাত্রীরা বাড়িতে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, ভর্তি ফরম ইত্যাদি পাবে। অভিভাবকরাও বাড়িতে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফলাফল, আচরণিক পরিবর্তন, সাফল্য সম্পর্কে জানতে পারবেন।
পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক-শিক্ষাথী, অভিভাবক, শুভানুধ্যায়ী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে উপকৃত হবেন। এতে এ প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।
মো: মছব্বির আলী
সভাপতি (ম্যানেজিং কমিটি)
পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয় ।
প্রধান শিক্ষকের বাণী
শিক্ষাই শক্তি শিক্ষাই আলো। কাজেই শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদের বাস্তবমুখী শিক্ষায় গড়ে তুলতে আগ্রহী। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় পরিকল্পনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের প্রধান চালিকা শক্তি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণগত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি দৃঢ়তার সাথে দাবী করি, পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের দুর্বল প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা উপকরণ।
সৈয়দ মোহাম্মদ আলী
প্রধান শিক্ষক
পাল্লাকান্দি-লংলা উচ্চ বিদ্যালয়
স্কুলের ইতিহাস
আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে, একটি ছোট পরিসরে। তখন মাত্র — জন শিক্ষার্থী এবং — জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু হয়। আজ এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে যেখানে শতাধিক শিক্ষার্থী এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দ রয়েছেন।
বিদ্যালয়টি শুধু পড়াশোনার জায়গা নয়, বরং একটি আদর্শ সমাজ গঠনের কারখানা হিসেবেও বিবেচিত হয়। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং নেতৃত্ব গঠনের জন্য নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
আমাদের লক্ষ্য
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং একটি সুশিক্ষিত, নৈতিক ও দক্ষ প্রজন্ম তৈরি করা।
ভবিষ্যৎ পরিকল্পনা
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান প্রদান।
ভর্তি তথ্য
২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ভর্তি হতে যা যা লাগবে। ————
ছাত্র-ছাত্রীদের তথ্য
মোট শিক্ষার্থী —, বিজ্ঞান বিভাগে —- জন, মানবিক বিভাগে — জন, ব্যবসা বিভাগে —- জন
মোট শিক্ষার্থী —, বিজ্ঞান বিভাগে —- জন, মানবিক বিভাগে — জন, ব্যবসা বিভাগে —- জন
মোট শিক্ষার্থী —, বিজ্ঞান বিভাগে —- জন, মানবিক বিভাগে — জন, ব্যবসা বিভাগে —- জন
মোট শিক্ষার্থী —, বিজ্ঞান বিভাগে —- জন, মানবিক বিভাগে — জন, ব্যবসা বিভাগে —- জন
মোট শিক্ষার্থী —, বিজ্ঞান বিভাগে —- জন, মানবিক বিভাগে — জন, ব্যবসা বিভাগে —- জন
জরুরী সরকারী সেবা
| শ্রেণি | সমাবেশ ৯:৪৫-১০:০০ |
১ম ১০:০০-১০:৫০ |
২য় ১০:৫০-১১:৪০ |
৩য় ১১:৪০-১২:৩০ |
৪র্থ ১২:৩০-১:২০ |
বিরতি ১:২০-২:০০ |
৫ম ২:০০-২:৪০ |
৬ষ্ঠ ২:৪০-৩:২০ |
৭ম ৩:২০-৪:০০ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ৬ষ্ঠ | সমাবেশ | বাংলা ১ম/২য় SR |
গণিত AR |
বিজ্ঞান AK/DM |
ইংরেজি SI/T.F |
বিরতি | বিজ্ঞান MR |
কৃষি/তথ্য MI |
ইতিহাস AM |
| ৭ম | সমাবেশ | বাংলা ১ম/২য় AM |
গণিত DM |
ইতিহাস SR |
বিজ্ঞান MI |
বিরতি | ইসলাম/কৃষি AK |
ইংরেজি T.F |
কৃষি/তথ্য DM |
| ৮ম | সমাবেশ | বিজ্ঞান AR |
ধর্ম AK/SR |
বাংলা AM |
গণিত MR |
বিরতি | ইংরেজি T.F |
ইতিহাস DM |
কৃষি/তথ্য MR |
| ৯ম | সমাবেশ | বিজ্ঞান MI |
গণিত MR |
ইংরেজি T.F |
বাংলা AM |
বিরতি | গ্রুপ AR/SI |
কৃষি/তথ্য SR |
ধর্ম AK |
| ১০ম | সমাবেশ | গণিত MR |
ইংরেজি T.F |
বিজ্ঞান MI |
গ্রুপ AR/DM |
বিরতি | বাংলা AM |
ধর্ম AK/AR |
কৃষি/তথ্য MI |
